**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের চান্দপুর গ্রামে রাস্তার বেহাল দশায় নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। চান্দপুর প্রাইমারি স্কুলের পশ্চিম পাশ দিয়ে চলা প্রায় ১১০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি বর্তমানে এতটাই খারাপ অবস্থায় আছে যে, হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এই রাস্তা দিয়েই চান্দপুর ও আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন চলাফেরা করেন। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে স্কুলে আসে, কিন্তু বর্ষাকালে কাদাপানিতে পথ চলা হয়ে পড়ে ভয়াবহ। খানাখন্দে ভর্তি রাস্তায় হুমকির মুখে পড়েছে শিশুদের নিরাপত্তাও।
৬নং বুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নিরজয় দাস জানান, তারা বহুবার ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, "প্রয়োজনে আমরা ইউএনও বরাবর লিখিত আবেদন করব। এই রাস্তা আমাদের জীবনের সঙ্গে জড়িত।"
তবে এলাকাবাসীর আশার আলো দেখাচ্ছেন স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য কাশেম মিয়া। তিনি জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে দ্রুত রাস্তাটি মেরামতের চেষ্টা করবেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হোক, যাতে শিশুদের শিক্ষা ও গ্রামবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়।