বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) ২০২৪-২৫ অর্থবছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান এস.এম. আতাউল মোস্তফা সোহেলকে সেরা চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত করা হয়। একই ইউনিয়নের মোঃ মন্তাজ মিয়া নির্বাচিত হন সেরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
সেরা হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হয়েছেন অপু ঘোষ। অন্যদিকে বাঘাসুরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোঃ মহিউদ্দিন আহমেদ পেয়েছেন সেরা উদ্যোক্তার পুরস্কার এবং নোয়াপাড়া ইউনিয়নের মোঃ চেরাগ আলী নির্বাচিত হয়েছেন সেরা গ্রাম পুলিশ হিসেবে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।