বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে তিন দিনে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুলাই ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে প্রায় ১৩৩৯ কেজি জিরা, ৫৪০০ কেজি ফুচকা, বিস্কুট, চকলেট, আয়ুর্বেদিক ট্যাবলেট, আতশবাজি ও সিগারেটসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
অভিযানের অংশ হিসেবে সাতছড়ি ও গুইবিল সীমান্ত থেকে ২২৯টি ভারতীয় শাড়ি ও ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। একই সময় তেলিয়াপাড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় বিয়ারও উদ্ধার করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলবে। জব্দকৃত মালামাল যথাযথভাবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ৫ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে।