বাংলার খবর ডেস্ক,জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বহুল আলোচিত ‘জুলাই সনদ’-এর খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রোববার অনুষ্ঠিত কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠকে তিনি জানান, কমিশন ইতিমধ্যেই একটি খসড়া তৈরি করেছে এবং আগামীকাল সোমবারের মধ্যে তা দেশের সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। সংশ্লিষ্ট দলগুলো খসড়া পর্যালোচনা করে তাদের মতামত জানালে তা অন্তর্ভুক্ত করে চূড়ান্ত সনদ প্রকাশ করা হবে।
আলী রীয়াজ বলেন, “যদি বড় কোনো মৌলিক আপত্তি না উঠে, তবে সেটি নিয়ে পুনরায় আলোচনা করার প্রয়োজন হবে না। আমরা চাই এই প্রক্রিয়া ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে।”
তিনি জানান, খসড়ায় সনদের পটভূমি, মূল বক্তব্য, অঙ্গীকার এবং বাস্তবায়নের রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে। কমিশনের লক্ষ্য হচ্ছে, জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও জনগণের অধিকার সুরক্ষার বিষয়ে সর্বসম্মত চুক্তি করা।
এদিনের বৈঠকে আলোচনার বিষয় ছিল—রাষ্ট্র পরিচালনার নীতি, নাগরিক অধিকার, এবং পুলিশ বাহিনীর পেশাদারিত্ব নিশ্চিত করতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দার।
কমিশন সূত্র জানিয়েছে, অমীমাংসিত রাষ্ট্রীয় বিষয়ের সমাধানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চলবে।