বাংলার খবর প্রতিনিধি, চরফ্যাশন, ভোলা,ভোলার চরফ্যাশনে এক কিশোরী প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তুলে তার বাড়ির সামনে পাঁচদিন ধরে অনশনে বসে আছেন। প্রেমিকের পরিচয় পাওয়া গেছে স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতার সঙ্গে। কিশোরীর দাবি, তাদের প্রেম শুরু হয় ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করতে গিয়েই। সেখানেই পরিচয়, পরে প্রেম—এখন বিয়ে না করায় তিনি এই পথে নেমেছেন।
চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরীর দাবি, তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন তবে ব্যবহারিক পরীক্ষা না দিতে পারায় অকৃতকার্য হয়েছেন। প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন এবং বিয়ের আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখন মুখ ফিরিয়ে নিয়েছেন।
এদিকে প্রেমিকপক্ষ বলছে, তাদের ছেলে নির্দোষ। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে তাকে ফাঁসাতে চাইছে। তবে প্রশাসন জানিয়েছে, কিশোরী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, “যদি তরুণী থানায় বা আমাদের কাছে লিখিতভাবে জানায়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”