**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারসংলগ্ন হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে একের পর এক অবৈধ স্থাপনা। নতুন করে টিনশেড ঘর নির্মাণের ফলে এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এতে স্থানীয়দের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাদিকারা গ্রামের বাচ্চু মিয়া ও তার স্ত্রী সমরাজ বেগম সড়কসংলগ্ন সরকারি জমিতে একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করছেন। শুধু এই একটি নয়—সড়কের আশপাশে আরও অনেক স্থানে এমন ঘর নির্মাণ করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি।
এসব স্থাপনার ফলে বেকি টেকা ব্রিজ থেকে বামৈ তিনপুল পর্যন্ত প্রায় প্রতিদিনই তীব্র যানজট লেগে থাকে। বিশেষ করে রিকশা, অটোরিকশা ও টমটম চলাচলের সময় সংকট আরও প্রকট হয়। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই সমস্যার কারণে নিত্যদিন চরম দুর্ভোগে পড়ছে।
অবৈধ স্থাপনা খালের ওপর নির্মাণ করায় বর্ষাকালে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। ফলে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত সমরাজ বেগম জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান তাদের এখানে বসে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন। উপজেলা প্রশাসন থেকেও চা বিক্রির কিছু সরঞ্জাম দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তবে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “আমি ট্রেনিং থেকে ফিরে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস বলেন, “সরকারি জমিতে অবৈধ স্থাপনা হলে তা অবশ্যই উচ্ছেদ করা হবে।”