বাংলার খবর ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে থেকে একটি নতুন ইসলামপন্থী জোট গঠনের উদ্যোগ নিয়েছে চারটি ইসলামি দল। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত ওই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারা।
বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আরও সুসংহত করার বিষয়ে একমত হন নেতারা। একই সঙ্গে তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, মৌলিক সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এবং ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতারা জানান, জামায়াতকে ছাড়াই জনগণের আস্থাভাজন ইসলামি রাজনীতির একটি বিকল্প প্ল্যাটফর্ম গড়তে চায় তারা। এই উদ্দেশ্যে আলোচনা চলমান থাকবে বলেও জানানো হয়।