বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে ৫৫ বিজিবি। সীমান্তরক্ষী এই বাহিনী তিনটি পৃথক জায়গায় চালায় বিশেষ এই অভিযান।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৮১ হাজার টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করা হয়। এসব পণ্য ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।
একই দিনে, চুনারুঘাটের গুইবিল বিওপি সীমান্তের গহীন এলাকা থেকে উদ্ধার করা হয় ২৬ কেজি ভারতীয় গাঁজা। অন্যদিকে মাধবপুরের তেলিয়াপাড়া ও মনতলা বিওপির পৃথক অভিযানে জব্দ হয় আরও ১৪ কেজি গাঁজা এবং ১২ ক্যান বিদেশি বিয়ার।
বিজিবি জানায়, জব্দকৃত সকল মাদক ও পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “আমরা নিয়মিতভাবে সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালাচ্ছি। দেশের নিরাপত্তা ও যুবসমাজকে রক্ষার জন্য এই অভিযান চলবে।”
তিনি আরও জানান, জুলাই মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবি ২ কোটি ৩৫ লাখ টাকার পণ্য ও মাদক জব্দ করেছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।