বাংলার খবর প্রতিনিধি, চট্টগ্রাম চট্টগ্রামের চকবাজারে মধ্যরাতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এই সংঘর্ষ শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে থানা এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করে। এসময় এক কর্মীকে থানায় নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ।
ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েল অভিযোগ করেন, তাদের কর্মী আরিফুল ইসলামকে ছাত্রদল নেতাকর্মীরা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে তারা চকবাজার থানায় গেলে যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল হক বাদশার নেতৃত্বে হামলার শিকার হন।
ঘটনার পর চকবাজার থানা এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও রাত দেড়টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা শেখ রাসেল পাল্টা অভিযোগ করে বলেন, একজন ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ করে ছাত্রদল, কিন্তু শিবিরের কর্মীরা থানায় গিয়ে দাবি করে, ছেলেটি তাদের কর্মী। এই নিয়ে বিতর্কের এক পর্যায়ে শিবিরের লোকজন ছাত্রদলকে ঘিরে ফেলে এবং হামলা চালায়।
চকবাজার থানার ওসি মোহাম্মদ জাহিদুল কবির জানান, “একজন ছাত্রকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
ঘটনার সত্যতা যাচাইয়ে একাধিকবার এমদাদুল হক বাদশাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।