বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদক মামলায় আদালতের দেওয়া সাজা থেকে বাঁচতে দীর্ঘদিন পলাতক ছিলেন দুই আসামি। অবশেষে পুলিশের ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ও সোমবার পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে আটক করে মাধবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলীনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও জয়নগর গ্রামের আনু মিয়া (৪০)। সাদ্দাম হোসেনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা দিয়েছিল আদালত। সোমবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসানের নেতৃত্বে আলীনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, আনু মিয়াকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। রবিবার রাতে কাশিমপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার সকালে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযান চলমান থাকবে।”