বাংলার খবর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর সীমান্তে আবারও চোরাচালান বিরোধী বড়সড় সফলতা পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ জুলাই) ভোরে বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২৫ হাজার ৫৩৬ পিস ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস উন্নতমানের প্রসাধনী, ৬১৬ পিস বিভিন্ন ট্যাবলেট ও ৫৭৩ পিস সিরাপ উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা।
তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানায়, চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছে। জব্দকৃত সব পণ্য আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের প্রতিটি এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।”