বাংলার খবর প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উল্টে যায় একটি মালবাহী লরি। রোববার সকালে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উভয় পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে পাঁচ ঘণ্টা ধরে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
পুলিশ জানায়, সকাল ৬টার দিকে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। বড় আকৃতির হওয়ায় সড়কের পুরো অংশ বন্ধ হয়ে পড়ে।
হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, ‘প্রথমে রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়, পরে বড় দুটি ক্রেন এনে সফলভাবে উদ্ধার করি। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অবশেষে দুপুর ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক করা যায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা বৃষ্টির কারণে রাস্তায় পিচ্ছিল অবস্থায় লরিটি উল্টে যায়।