বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামে সাপের কামড়ে মিনারা (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আঃ আলীর স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানা নিজ বাড়ির আঙিনায় পুকুর পাড়ে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে ইঁদুরের গর্তের পাশে পা রাখেন। তখন হঠাৎ একটি প্রাণী তাঁকে কামড়ে দেয়। পায়ে কামড়ের দাগ দেখে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকেরা প্রাথমিকভাবে বলেন, রক্তে বিষের উপস্থিতি নেই। দ্বিতীয়বার পরীক্ষাতেও একই কথা বলেন তাঁরা। এন্টিভেনম না দিয়ে রোগীকে ভর্তি রাখা হয়। রাত ১২টার দিকে ডাক্তারের পরামর্শে পায়ের বাঁধ খুলে দিলে মিলানা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।
পরিস্থিতির অবনতি দেখে তখন তড়িঘড়ি করে এন্টিভেনম দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। মিলানার মৃত্যু নিশ্চিত হয়।
পরদিন শুক্রবার সকালে স্থানীয়রা কামড়ের স্থান পরিদর্শন করে দুটি বিষধর পদ্মা গোখরো সাপ উদ্ধার করেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।