বাংলার খবর প্রতিনিধি, জুড়ী, মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ইশতিয়াক আহমদ ফাহিম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের নিজ বাড়ির পেছনে পেয়ারা গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
ফাহিম পেশায় একজন রিকশা চালক ছিলেন। তার বাবার নাম কাজল মিয়া, যিনি একজন কাঁচামাল ব্যবসায়ী।
ফাহিমের বাবা জানান, “বৃহস্পতিবার সন্ধ্যায় ফাহিম বাসায় ভাত খেয়ে বের হয়। এরপর আর ফেরেনি। আমি তখন ব্যবসার কাজে সিলেটে ছিলাম। ভোরে বাড়ি ফিরে তাকে না পেয়ে খোঁজ শুরু করি। পরে ঘরের পেছনে পেয়ারা গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।”
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।