বাংলার খবর ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার আইএসপিআরের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং কারফিউ বলবৎ রয়েছে।
বিবৃতিতে বলা হয়, বুধবার একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে একটি উচ্ছৃঙ্খল গোষ্ঠী সদর উপজেলায় সন্ত্রাসী হামলা চালায়। এতে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অনেকে আহত হন। সরকারি যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঞ্চে পুনরায় হামলা এবং জেলা কারাগারে হামলার ঘটনাও ঘটে।
সেনাবাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের নিবৃত্ত করতে মাইকিং করা হলেও, তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষায় বলপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করে।
বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া মানুষদের খুলনায় স্থানান্তর করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
আইএসপিআর সবাইকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানায়। বিবৃতির শেষে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত।