বাংলার খবর স্পোর্টস ডেস্ক
পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এবারও দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের।
ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে রয়েছেন লিটন দাস। এছাড়াও দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখের মতো উদীয়মান ব্যাটাররা।
দলের মিডল অর্ডারে অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণে দেখা যাচ্ছে তাওহীদ হৃদয়, জাকের আলী ও শামীম হোসেনকে। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
পেস বোলিং আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার বিষয়।
ঘোষিত স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।