দবাংলার খবর স্পোর্টস ডেস্ক
কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের স্বাদ নিয়েছে টাইগাররা। এর ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশ জাতীয় দল।
ম্যাচের নায়ক ছিলেন দুইজন— বল হাতে দুর্দান্ত মেহেদী হাসান এবং ব্যাট হাতে দাপুটে ইনিংস খেলা তানজিদ হাসান।
প্রথমে ব্যাট করে শুরুতেই বিপর্যয়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান ৪ ওভারে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে চেপে ধরেন শ্রীলঙ্কাকে। একে একে সাজঘরে ফেরান নিশাঙ্কা, পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক আসালাঙ্কাকে।
শ্রীলঙ্কার পক্ষে লড়াই করেন ওপেনার নিশাঙ্কা (৪৬) ও শেষদিকে শানাকা (৩৫*), যার ফলে ১৩২ রানে থামে তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালেও, তানজিদ হাসান এবং অধিনায়ক লিটন দাসের ব্যাটে গড়ে ওঠে ৭৪ রানের জুটি। লিটন করেন ৩২ রান। তবে ম্যাচের আসল নায়ক তানজিদ— ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১টি চার ও ৬টি বিশাল ছক্কা।
শেষ দিকে হৃদয় (২৫ বলে ২৭*) এর সঙ্গে ৫৯ রানের আরেকটি জুটি গড়ে ১৬.৩ ওভারেই সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করলো।