বাংলার খবর ডেস্কঃ
অন্তবর্তী সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চুনারুঘাট উপজেলার সহ-সভাপতি মোশাহিদ সরকার গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে চুনারুঘাট থানা পুলিশের সহযোগীতায় চুনারুঘাট পৌরশহর থেকে তাকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ। পরে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে চুনারুঘাটের পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
[caption id="attachment_570" align="alignnone" width="229"] আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন[/caption]
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ৪ আগস্টে মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।