মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে এক কুয়েত প্রবাসীর বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তার পরিবার।
[caption id="attachment_1355" align="alignnone" width="2560"] দৈনিক বাংলার খবর অনলাইন নিউজ পোর্টাল whatsapp চ্যানেল ফলো করুন।।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা গেছে, কুয়েত প্রবাসী হাসান মিয়ার স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে একই গ্রামের মধু মিয়ার ছেলে খোকন মিয়াসহ ৯ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, হাসান মিয়াসহ তার অপর দুই ভাই দীর্ঘদিন বিদেশে থাকেন। এদিকে, তাদের পরিবারের সঙ্গে খোকন মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে, যার একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
হাসনা বেগম জানান, গত ১১ জুলাই বিকেলে খোকন মিয়াসহ অভিযুক্তরা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি ও তার শ্বাশুড়ি আমেনা বেগম ঘরের ভিতরে আশ্রয় নিলেও হামলাকারীরা বসতঘরের সিসি ক্যামেরা ভাংচুর করে এবং ঘরে প্রবেশ করে তাদের মারধর করে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান হাসনা বেগম।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বলেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"- ফাইল ছবি