বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাদিয়া সুলতানা এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
সে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের সমাজসেবক মো. তারেক হাসান ও গৃহিণী সুনিয়া চৌধুরীর মেয়ে।
নাদিয়ার অসাধারণ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে খুশির আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নাদিয়া সবসময় মনোযোগী ও পরিশ্রমী ছিল। তার অধ্যবসায় ও একাগ্রতার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
নাদিয়া জানান, এই অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক ও আত্মীয়-স্বজনের উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে একজন মানবিক চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সে।