পারভেজ হাসান, লাখাই থেকে
ঢাকার মাওয়া ফেরিঘাটসংলগ্ন পদ্মা নদীতে গত শুক্রবার সন্ধ্যায় স্পিডবোট ও ট্রলারের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মো. মোজাম্মেল হকের (৩৭) গলিত মরদেহ অবশেষে ৬ দিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর কাছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব (এক্স), বিএন।
মোজাম্মেল হক লাখাই উপজেলার সিংহ গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় ব্যবসা করতেন। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
ঘটনার দিন পদ্মা নদীতে চলন্ত স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে তিনি নিখোঁজ হন। একই ঘটনায় আরও তিনজন আহত হন, যাদের মধ্যে একজন এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
উদ্ধারকৃত মরদেহ শনাক্তের পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মোজাম্মেলের মৃত্যুতে সিংহ গ্রামে শুরু হয়েছে শোকাবহ পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোকবার্তা।