বাংলার খবর ডেস্ক
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজন ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। নাটকের কনটেন্টে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় এবং তরুণদের নৈতিক বিচ্যুতির অভিযোগে নির্মাতা ও শিল্পীদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন এই নোটিশ পাঠিয়ে দাবি করেছেন, নাটকের ৫ম সিজনের ১ থেকে ৮ নম্বর পর্বে এমন অনেক সংলাপ রয়েছে, যা অশ্লীল, ডাবল মিনিং এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিযোগে বলা হয়, নাটকে ব্যবহৃত শব্দ ও ডায়ালগ যেমন “ডেট”, “উনিশ/বিশ”, “টাকা হলে সীসা খেতে পারতাম”, “ফিমেল”, “দই”, “কিডনি” ইত্যাদি সামাজিক শালীনতার পরিপন্থি।
আইনি নোটিশে আরও বলা হয়েছে, নাটকের কিছু অংশ নারীদের প্রতি অবমাননাকর উপস্থাপন করে, যা পারিবারিক রুচি ও নৈতিকতার সাথে সাংঘর্ষিক। আইনজীবীর দাবি, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ ও জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ অনুসারে, এ ধরনের কনটেন্ট শিশু-কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলায় আইনত অপরাধ।
নির্মাতা কাজল আরেফিন অমি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নাটকটি সব বয়সী দর্শকের জন্য তৈরি হলেও, এর কিছু কনটেন্ট অনেকের কাছে পরিবারবান্ধব বলে মনে হচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা চলছে।
আইনি নোটিশে ৭ কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিও সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।