বাংলার খবর ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার বাংলাদেশিদের জন্য চালু করেছে বিশেষ এক ধরনের ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা, যেখানে আগে যেমন বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন ছিল, এবার তেমন কিছুই করতে হবে না।
আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬.৬৮ কোটি টাকা) বিনিয়োগ করতে হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিলেই বাংলাদেশি নাগরিকরা এই ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
নতুন এই সুবিধা প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানিয়েছেন, এটি বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
ভিসার আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এতে অপরাধমূলক রেকর্ড, অর্থপাচার সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে। সবকিছু যাচাই-বাছাই শেষে মনোনীতদের আবেদনের অনুমোদন দেবে সরকার।
এই ভিসার আরেকটি বড় সুবিধা হলো, এটি স্থায়ী। অর্থাৎ সম্পত্তিভিত্তিক ভিসার মতো সম্পত্তি বিক্রি বা মালিকানা পরিবর্তন হলে ভিসা বাতিল হবে না। ভিসাপ্রাপ্তরা তাঁদের পরিবার নিয়ে দুবাইতে বসবাস করতে পারবেন, গৃহকর্মী ও ড্রাইভার রাখতে পারবেন এবং সেখানে ব্যবসা বা পেশাদার চাকরি করতে পারবেন।
আবেদন করতে হবে দুবাই ভ্রমণ করে অথবা দেশের ভিসা সেন্টার, নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল কিংবা নির্ধারিত কল সেন্টারের মাধ্যমে।
এই পাইলট প্রকল্প সফল হলে আমিরাতের অন্যান্য দেশেও এটি চালু করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।