মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের কোহাকান্দা এস. হক উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় নবনিযুক্ত কমিটির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। পরিচিতি সভা শেষে বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পরে অংশগ্রহণকারীদের নিয়ে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ শওকত হোসেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।