বাংলার খবর ডেস্ক
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া সম্ভব নয়।
সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার দশম দিনের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এটি স্বাভাবিক যে, সব প্রস্তাবে একমত হওয়া যাবে না। তবুও আমরা চেষ্টা করছি—যেসব বিষয়ে একমত হওয়া সম্ভব, সেগুলো নিয়ে সম্মতিতে পৌঁছাতে।”
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলী রীয়াজ জানান, জনপ্রশাসন সংস্কার, বিচারব্যবস্থা উন্নয়ন ও দুর্নীতিবিরোধী ব্যবস্থা নিয়ে ভিন্নমত রয়েছে। কিছু দল চার প্রদেশ গঠনের প্রস্তাবের বিরোধিতা করেছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “যেসব বিষয় নিয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে, সেগুলো সামনে আনা হবে। এছাড়া সময় সীমিত হলেও আলোচনা অব্যাহত রাখা হবে।”