বাংলার খবর ডেস্ক গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের এসআই পরিচয়ে প্রবেশ করে ধরা পড়েছেন তানিয়া আক্তার (২৬) নামে এক তরুণী। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ করে নিজেকে উপপরিদর্শক (এসআই) দাবি করলেও, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলকে 'স্যার' বলে সম্বোধনের জেরে তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বোরকা পরিহিত ওই তরুণী রাতে থানায় আসেন এবং নিজেকে এসআই হিসেবে পরিচয় দেন। কিন্তু একজন কনস্টেবলকে 'স্যার' বলে সম্বোধন করায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে দেখা যায়, বোরকার নিচে পুলিশের ইউনিফর্ম পরা থাকলেও তিনি পুলিশের কোনো সদস্য নন।
ঘটনার পর তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শুক্রবার (৫ জুলাই) থানার এসআই শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি এখনো হয়নি।
পুলিশ জানায়, তানিয়ার বাড়ি গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকায়। তার কাছ থেকে একটি পুলিশের পোশাক জব্দ করা হয়। তার দেওয়া তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে—এসব ইউনিফর্ম কোথা থেকে এল এবং তার উদ্দেশ্য কী ছিল।