বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন জগদীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
আটককৃতরা হলেন—ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিমের ছেলে মো. জামাল মিয়া (২৭)।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরেই ওই চক্র মাদক পাচারে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।