বাংলার খবর ডেস্ক
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৪৮ জন বাংলাদেশিকে ঠেলে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে সীমান্তবর্তী পাল্লাথল পুঞ্জি এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় বিজিবি ৫২ ব্যাটালিয়নের পাল্লাথল বিওপি টহল দল তাদের আটক করে।
আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ শিশু রয়েছে। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রামের বিভিন্ন গ্রামে।
আটককৃতরা জানান, তারা চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে এবং পরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।
বড়লেখা থানার ওসি আবুল হাশেম সরকার জানান, এখনও পুলিশি হেফাজতে নেওয়া হয়নি। বিজিবির পক্ষ থেকে তাদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।