মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলার মা মনি হাসপাতালের সামনে একটি ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ ও ওসি (তদন্ত) মোঃ কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।
আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রসুলপুর গ্রামের রসিদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৯),হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জলভাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের দুই ছেলে বোরহান উদ্দিন (২৭) ও বাহা উদ্দিন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় গাঁজা পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হযেছে।এ ঘটনায় মাধবপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।