বাংলার খবর ডেস্ক হবিগঞ্জ শহরের ডাকঘর আবাসিক এলাকায় চুরির সময় ধরা পড়ায় ছুরিকাঘাতে খুন হয়েছেন জনি দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত জনি দাস স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী নর্ধন দাসের ছেলে। সে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বাসায় চুরি করতে আসা এক যুবককে শনাক্ত করলে জনিকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় জনিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। জনির সহপাঠী ও স্থানীয়রা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজল সরকার জানান, “হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার এবং চুরি-ডাকাতি দমনকল্পে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।