বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের মাধবপুর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সহিদ উল্ল্যাহ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাদকবিরোধী যুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে মাধবপুর থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। আলোচনায় অংশ নেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবিরসহ আরও অনেকে।
ওসি সহিদ উল্ল্যাহ বলেন, “মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মাধবপুরকে মাদকমুক্ত রাখতে হলে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা জরুরি।” তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা ও গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং প্রশাসনের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।