ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ। ডাকসু সংবিধানের ৮(এফ) ধারায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই নিয়োগ অনুমোদন করেন। কমিশনে আরও রয়েছেন অধ্যাপক ড. এ এস এম মহিউদ্দিন, ড. গোলাম রব্বানী, ড. কাজী মোস্তাক গাউসুল হক, ড. কাজী মারুফুল ইসলাম, ড. নাসরিন সুলতানা, ড. মো. শহিদুল ইসলাম, ড. তারিক মনজুর, ড. এস এম শামীম রেজা ও সহযোগী অধ্যাপক শারমীন কবীর। তারা উপাচার্যের সঙ্গে পরামর্শ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। এবার নির্বাচনী স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে পূর্বের ছয় সদস্যের পরিবর্তে কমিশনের সদস্য সংখ্যা ১০ জনে উন্নীত করা হয়েছে। এদিকে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি পক্ষ উপাচার্যের বাসভবনের সামনে তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ আশা প্রকাশ করেন, এই কমিশন সকল আনুষ্ঠানিকতা পরিচালনা করবে। শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৩৭ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও স্বাধীন বাংলাদেশে মাত্র ৮ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এক নতুন অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।