মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং ধর্মঘর ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ধর্মঘর ইউনিয়ন যুবদলের সভাপতি জমশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, কৃষকদলের আহব্বায়ক মুখলেছুর রহমান সোহেল,মাসুদুর রহমান মাসুক, ধর্মঘর ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুল রহমান ভূইয়া,সাধারন সম্পাদক আবিদ মাস্টার, আদাঐর ইউনিয়ন যুবদলের সভাপতি কাইয়ুম সর্দার,ফারুক আহমেদ,ছাত্রদল নেতা সাবিদ, আল আমিন, কপিল আহমেদ প্রমূখ।