মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া আখাউড়া-সিলেট রেলপথে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ রেলপথে বিশাল একটি গাছ ভেঙে পড়লে বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পায় ট্রেনটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে উদ্যান এলাকার রেলপথে হঠাৎ একটি বড় গাছ ভেঙে লাইনের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কালনী এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছায়। তবে ট্রেনের চালক তাৎক্ষণিকভাবে গতি কমিয়ে ট্রেন থামিয়ে দেন, যার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা হয়নি।
এদিকে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লাইনের ওপর থেকে গাছ সরাতে কাজ করে উদ্ধারকারী দল। কিছুক্ষণ পর রেল চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক এলাকায় রেললাইন থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকাটি ঘন জঙ্গল ও উঁচুনীচু ভূমি অধ্যুষিত হওয়ায় বর্ষা বা ঝড়ো আবহাওয়ায় গাছপালা ভেঙে রেললাইনে পড়ার আশঙ্কা থাকে। এরআগে একাধিকবার এমন ঘটনা হয়েছে। গতবছর একই এলাকায় গাছ পড়ে রেলের ৩টি বগি লাইনচ্যুত হয়