“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে) বিকালে উপজেলা (ভূমি) অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা খাদ্য অফিসার সাইফুল আলম সিদ্দীকী, উপজেলা মৎস্য অফিসার বুরহান উদ্দিন, সার্টিফিকেট পেশকার আহমেদ ইমতিয়াজ, সার্ভেয়ার মোহাম্মদ, ভূমি সেবা গ্রহিতা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহমুদা বেগম সাথী বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ যেন ঘরে বসেই খতিয়ান, নামজারি, পর্চা, মৌজা ম্যাপসহ নানা সেবা পায় সে লক্ষ্যেই ভূমি মেলা আয়োজন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, আগে ভূমি অফিস মানেই ছিল হয়রানি আর দালালের দৌরাত্ম্য। এখন ভূমি অফিসে সেবা নিশ্চিত হচ্ছে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে। সাধারণ মানুষ যেন এই সেবার সুফল পায়, সেজন্য আমাদের সবার সচেতনতা জরুরি।