মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) সকালে আখাউড়া-সিলেট রেললাইনের মনতলা এলাকার অপরূপা স্কুলের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও ফারুক মিয়ার পরিবারকে জানানো হয়।
নিহত ফারুক উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মে বিকেলে মনতলা বাজারে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ফারুকের দ্বিতীয় ছেলে আকিবুল ইসলাম জানান, ওই দিন রুবেল নামে এক ব্যক্তি মোবাইলে ফোন করে তার বাবাকে ডেকে নেন। এরপর থেকেই তার বাবার মোবাইল বন্ধ পাওয়া যায়।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া চলছে।