হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিনদিনে সীমান্তবর্তী দুর্গম এলাকায় চালানো ৯টি পৃথক চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৪৪ লাখ ৩৫ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, জামা-কাপড়, গরু, মদ, গাঁজা, চিনি ও বাংলাদেশি মশার কয়েলসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বাল্লা, গুইবিল, সাতছড়ি, তেলিয়াপাড়া, মনতলা ও হরিণখোলা এলাকায় ৭টি অভিযানে মোট ৪৩ লক্ষ ১২ হাজার ৩২০ টাকার পণ্য এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকায় ২টি অভিযানে ১ লক্ষ ২৩ হাজার টাকার চিনি ও মদ জব্দ করা হয়।
বিজিবি-৫৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা পেলে আরও কার্যকরভাবে চোরাচালান দমন সম্ভব।
তিনি জানান, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর আগে ১৫ থেকে ১৮ মে পর্যন্ত প্রায় ৩ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছিল।