”দুনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বো আগামীর শুদ্ধতা’’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরুদ্ধী বির্তক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেমদাময়ী বালিকা স্কুল এন্ড কলেজ এবং আন্দিউড়া উম্মেতুন নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বির্তকে অংশ গ্রহন করেন।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাজেন্ট অবঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কিন্ডার গাডেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা, একাডেমিক সুপার ভাইজার রোকশানা পারভীন, ক্ষুদ্র ঋন প্রকল্পের কর্মকর্তা সুলাইমান মজুমদার, জাইকা প্রকল্পের কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, দুদক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিমাংসু রায়, দুলাল মোদক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।
পরে বিজয়ী প্রেমদাময়ী বালিকা স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীদের মধ্যে এবং রানার আপ দল আন্দিউড়া উম্মেতুন নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার তুলে দেন অতিথিরা।