বিনোদন ডেস্ক | বাংলার খবর
বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক *ব্যাচেলর পয়েন্ট* এর ভক্তদের জন্য সুখবর! সিজন ৫ আসছে। এই ঘোষণা দিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি। মঙ্গলবার (১৩ মে) সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, *ব্যাচেলর পয়েন্ট সিজন ৫* এর ফার্স্ট লুক আগামীকাল, ১৪ মে বিকেল ৫ টায় প্রকাশ করা হবে।
এটি তার ধারাবাহিকটির পঞ্চম সিজন, যা চারটি সিজন শেষ হওয়ার পর দীর্ঘ বিরতির পর আসছে। ২০২২ সালের শেষে সিজন ৪ এর শেষ পর্ব প্রচারিত হয়েছিল, এরপর থেকেই ভক্তরা নতুন সিজনের অপেক্ষায় ছিলেন।
তাদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে নতুন পর্বের ঘোষণা, যা এখন আরও বেশি উত্তেজনা সৃষ্টি করেছে।
ফ্যানরা অপেক্ষায়, আর সিজন ৫ নিয়ে আলোচনা এখন চলছে সোশ্যাল মিডিয়ায়।