নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাওয়ানোর ঘোষণা দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে নিজ এলাকা নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার সামনে গরু জবাই করা হয়।
এ সময় মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, "অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে।"
এছাড়া, শনিবার (১০ মে) রাতে এক বিশেষ সভায় উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করেছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন অথবা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে সক্ষম হবে।
এই পরিস্থিতিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী এলাকার লোকজনকে এই নীতির প্রতি সমর্থন জানাতে এবং বিরিয়ানি খেতে আমন্ত্রণ জানান।