আজ, ০৬ মে ২০২৫ তারিখে মাধবপুর উপজেলার আলাকপুর, হালুয়াপাড়া, চৌমুহনী রাবার ড্যাম সংলগ্ন এলাকা ও রসুলপুরে এক যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাধবপুর, বাংলাদেশ সেনাবাহিনী এবং মাধবপুর থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। এছাড়া ফসলি জমি থেকে টপসয়েল কাটার অপরাধে মেহেদী হাসান ও সবুজ মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।
মোবাইল কোর্টের বিচারক তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেন এবং এক লক্ষ পঞ্চাশ হাজার (১,৫০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এই অভিযানটি জনস্বার্থে পরিচালিত হয় এবং প্রশাসন কর্তৃক জানানো হয়েছে যে, আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।