হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট,শ্রীমঙ্গল,কাকমারছড়া,বাল্লা,গুইবিল,তেলিয়াপাড়া,হরিণখোলা বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ৫টি অভিযান চালিয়ে ২১ লাখ ১০ হাজার ৭শ টাকা মূল্যের মদ, চিনি, বাসমতি চাউল, বাইসাইকেল,সিরাপসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় চিনি,৬ কেজি গাঁজা, ৯৮ বোতল মদ,৫০ বোতল ইস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেছেন, "বিজিবি সর্বদা দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে।