মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকারের উদ্যোগে বোরো ধান দ্রুত ঘরে তোলার জন্য একটি ব্যতিক্রম উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা দ্রুত এবং সহজে তাদের ধান কাটতে পারবেন।
এ বছর মাধবপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, যার ফলে মাঠে দেখা যাচ্ছে সোনালি রঙের ধান। কৃষকরা দীর্ঘ সময় ধরে এই ধান চাষ করেছেন, কিন্তু সময়মতো ধান কাটতে না পারলে তাদের শ্রম নষ্ট হতে পারে। তাই উপজেলা প্রশাসন কৃষকদের সুবিধার্থে আধুনিক কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত ধান কাটার ব্যবস্থা করেছে।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২০২৫) দুপুরে আনুষ্ঠানিকভাবে ধান কর্তন অনুষ্ঠানে অংশ নেন ইউএনও মোঃ জাহিদ বিন কাশেম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার। কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন মালিকদের সাথে মতবিনিময় করে তারা কৃষকদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কৃষকরা জানান, সরকার ভর্তুকি মূল্যে আধুনিক মেশিন বিতরণ করেছে, তবে মেশিন ব্যবহারে কিছু সমস্যা ছিল। তবে ইউএনও এবং কৃষি কর্মকর্তার উদ্যোগে মেশিন মালিকদের সাথে সভা হওয়ায় এখন কৃষকরা দ্রুত ধান কাটতে পারবে।
উৎপাদন লক্ষ্যমাত্রা ও সংগ্রহ কার্যক্রম*
এ বছর মাধবপুরে ১২ হাজার ১০০ হেক্টর জমিতে প্রায় ৪৫ হাজার ৭৩৮ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হওয়ার আশা রয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, আজ থেকে শুরু হয়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে। কৃষকরা ১৪৪০ টাকা দরে তাদের ধান খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।
কৃষকদের পাশে প্রশাসন*
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানিয়েছেন, কৃষকরা যাতে দ্রুত ধান কাটতে পারে, সেজন্য কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন মালিকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কৃষকদের পাশে থেকে তাদের ফসল কাটতে সব ধরনের সহযোগিতা করবে।
এটি একটি কৃষকদের জন্য কার্যকর উদ্যোগ, যা তাদের জন্য সুবিধাজনক ও সময়োপযোগী হতে চলেছে।