পারভেজ হাসান লাখাই থেকেঃ চুল কাটা নিয়ে সংঘর্ষ,১৫ দিন হাসপাতালে থাকার পর মৃত্যু লাখাইয়ের এক যুবক।
লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঢাকা পিজি হাসপাতালে ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান বলে জানা যায়। নিহত হৃদয় মিয়া জিরুন্ডা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, চুল কাটাকে কেন্দ্র করে গত(২এপ্রিল) সকাল ৯ টায় জিরুন্ডা গ্রামের কাতল বাড়ি আব্দুল আহাদ গং ও পশ্চিম হাটির আবু মিয়া গং এর মধ্যে সংঘর্ষ হয়। এতে হৃদয় মিয়া সহ উভয় পক্ষের অনেকে আহত হন।গুরুতর আহত হৃদয় মিয়াকে ঢাকা পিজি হসপিটাল এ ভর্তি করা হয়।গতকাল( ১৭এপ্রিল) বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫ ঘটিকার সময় ঢাকা পিজি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত হৃদয় মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। নিহতর পরিবার জানান হৃদয় মিয়ার লাশ ময়না তদন্ত করে বাড়িতে নিয়ে আসবে।
এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্ধ আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,গত ২ তারিখ ঈদুল ফিতরের পরের দিন মারামারিতে আহত হয় হৃদয় মিয়া।সে চিকিৎসাধীন অবস্থায় হসপিটাল মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।