মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জে মাধবপুর উপজেলার সুলতানপুর এলাকায় সানজিদা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) রাত সাড়ে ৯ টায় দিকে সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা বিজয়নগর উপজেলার বধুন্তী ইউনিয়নের মাতু মিয়ার মেয়ে মাধবপুর উপজেলা সুলতানপুর গ্রামের মিজান মিয়ার স্ত্রী।
নিহতের মা-বাবা-ভাইয়ের দাবি- শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে। অপরদিকে নিহতের শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃতদেহ রেখে পালিয়েছেন গৃহবধূর স্বামী ও শশুর বাড়ির লোকজন। নিহত গৃহবধূর পিতার বাড়ি বিজয়নগর উপজেলার বধুন্তী ইউনিয়নের।
সানজিদা বাবা জানান, মেয়ের শশুর বাড়ির লোকজন প্রায় সময় ফোন দিয়ে মেয়ে বিরুদ্ধে অভিযোগ দিতো মেয়ে বাসায় কোনো ধরনের কাজ করে না, তার মধ্যে এঘটনায় রহস্যজনক মৃত্যু নিয়ে মেয়ের পরিবারের লোকজনের স্বামীর বিরোধে অভিযোগের শেষ নেই।
ঘটনার পর থেকে মৃত গৃহবধূর স্বামী, শাশুড়ি ও ননদ পলাতক রয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে গৃহবধূ সানজিদা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আল মামুন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।