মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর থেকে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রোববার ভোর ৫টার দিকে ভারতীয় সীমান্ত এলাকার তেলিয়াপাড়া চা বাগান থেকে মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- রোববার ভোরে তেলিয়াপাড়া বিওপি’র নায়েব সুবেদার প্যাট্রিক দালবৎ এর নেতৃদ্বে তেলিয়াপাড়া চা বাগানের ১৯ নং বাগান এলাকায় অভিযান চালানো হয়। এতে উল্লিখিত পরিমাণ মদ উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানজিল জানান- আটক করা চুনারুঘাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকাগুলোতে মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ