মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে মাদক ব্যবসায়ীর বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে, উক্ত অভিযানে গাজা, মোবাইল ফোন, নগদ টাকা, ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার রাত পৌনে ৯টার দিকে হরিতলা গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনের বাড়িতে মাধবপুর আর্মি ক্যাম্পের একদল সদস্য
অভিযান পরিচালনা করে। মৃত শহীদ মিয়ার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন (৩০) কে আটক করা হয়। বাড়িতে অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান থেকে ১ কেজি গাঁজা ২১ টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড সেট, ৪৮টি বাটন ফোন, নগদ ৫লাখ ৫১ হাজার ৯শ টাকা,৩টি পাওয়ার ব্যাংক, ১টি ক্যামেরা, ২টি দা,১টি কুটার,১টি হ্যামার, ৭টি কালো ইয়াবার খালি প্যাকেট জব্দ করা হয়। ধৃত মোহাম্মদ হোসেন কে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মাধুপুর থানা জানা গেছে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ একটি মাদক আইনে মামলা দিয়েছে। বৃহস্পতিবার তাকে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।