(বাংলার খবর ডেস্ক)
রাজধানীতে ৬১টি চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ মার্চ) রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন।
তাদের বাসাটি সাবলেট নেয়ার জন্য গত ২১ মার্চ বিকেল সাড়ে ৫টায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসেন মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে তিনি সাবলেট নেন।
তিনি আরও জানান, রাত সোয়া ৮টার দিকে সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে মাহথির বাসার পড়ার টেবিলের ড্রয়ার থেকে ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান।
এ ঘটনায় বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা রুজু করা হয়।
তালেবুর রহমান জানান, ৩০ মার্চ পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও তার সহযোগী মো. তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।