বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড (কুমারশাইল) জামায়াত ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) স্হানীয় কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের সভাপতি মাসুক উদ্দিন।
২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সসদ্য অধ্যাপক আব্দুল মোহাইমিন।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরিফ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর আলী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি বদরুল ইসলাম, সাবেক সভাপতি কাজী হুমায়ুন রশীদ চৌধুরী, সহ সভাপতি আব্দুল মালিক, আনোয়ার হোসেন, সহ সক্রেটারি মাওলানা ইমদাদুর রহমান, আহমদ হোসাইন মোল্লা, শিক্ষা বিষয়ক সম্পাদক সৈয়দ সারোয়ার আলম প্রমুখ।