স্টাফ রিপোর্টারঃ সিয়াম সাধনার মাধ্যমে প্রভুর নৈকট্য লাভের অপূর্ব সময় পবিত্র রমজানের বিদায়ী বার্তায় বিশ্ব মুসলিমের কল্যাণ কামনার্তে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন মাধবপুর আহলে সুন্নাত যুব ফোরাম।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩ ঘটিকা হতে মাধবপুর আধুনিক স্টেডিয়ামে উন্মুক্ত ইফতারে মাহফিলে সংগঠনের যুগ্ম আহবায়ক মীর জামিল বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, পেশাজীবী সংগঠক, গণমাধ্যম কর্মীসহ সর্বশ্রেণির জনসাধারণ।
বক্তারা সমাজে শান্তি, শৃঙ্খলা ও সর্বমতের সমান বসবাসে আউলিয়ায়ে কেরাম তথা সুন্নিয়তের পথে অটল থাকার আহবান জানান। বক্তব্য রাখেন। উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন ইসলাম, যুবদল নেতা সাইফুর রহমান টিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি টি.আর রিয়াজ, যুব ফোরাম সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু,সদস্য সৈয়দ রাহিন, করিম বক্স মনির, আখিল হোসেন, খন্দকার জহির, সাইফুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন, রহমানিয়া হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান।
উক্ত অনুষ্ঠান সফল করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ফোরামের উপদেষ্টা এখলাসুর রহমান সিরাজী ও কাজী ঝুহাক।